সন্তানের উন্নত ভবিষ্যতের কথা ভেবে প্রায় ২০ বছর আগে গোপালগঞ্জ ছেড়ে ঢাকায় আবাস গাড়েন শেখ হাসান। এর পর তাঁর সংসার আলো করে আসে চার সন্তান। তাদের ভালো বিদ্যালয়ে ভর্তি করেন। স্বপ্ন ছিল লেখাপড়া শিখিয়ে সন্তানদের বড় কর্মকর্তা বানাবেন। তবে সেই স্বপ্নে বড় ধাক্কা লাগে গত ১৭ জুলাই। এ দিন দুপুরে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তাঁর বড় ছেলে শেখ জিল্লুর রহমানের।
শেখ হাসান সমকালকে জানান, জিল্লুর ওই দিন নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। পরে জানতে পারেন, ছেলে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে গিয়ে পান ছেলের রক্তাক্ত মরদেহ। তার বুকসহ শরীরের সামনের অংশ ছিল গুলিতে ঝাঁজরা।
মেরুল বাড্ডা আড়তের মাছ ব্যবসায়ী শেখ হাসানের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি পশ্চিমপাড়া গ্রামে। স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকতেন আফতাবনগরের ভাড়া বাসায়। তাঁর বড় ছেলে জিল্লুর আফতাবনগরের ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সূত্র- সমকাল, কিশোর ছেলের বুক ছিল গুলিতে ঝাঁজরা (Archived)